ইরানের বিরুদ্ধে ইহুদি-বিরোধী হামলার অভিযোগ অস্ট্রেলিয়ার, রাষ্ট্রদূতকে বহিষ্কার

১২ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার দেশে কমপক্ষে দুটি ইহুদি-বিরোধী হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন এবং ক্যানবেরায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের পরিকল্পনা ঘোষণা করেছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার রাজধানীতে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, আলবানিজ গত বছর সিডনি এবং মেলবোর্নে সংঘটিত হামলাগুলোকে মারাত্মক  এবং বিপজ্জনক আগ্রাসন হিসাবে বর্ণনা করেছেন। 

 

যার লক্ষ্য অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি নষ্ট করা বলে উল্লখ করেন তিনি।

 

আরও পড়ুন:ভারত থেকে আরও লোকবল নেয়ার পরিকল্পনা রাশিয়ার

 

বলেন, এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকার দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে।

 

আলবানিজ আরও জানান, কিছুক্ষণ আগে, আমরা অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে জানিয়েছি যে তাকে বহিষ্কার করা হবে।


প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ইরানের তেহরানে অবস্থিত তার দূতাবাসের কার্যক্রমও স্থগিত করেছে এবং তার সমস্ত কূটনীতিককে তৃতীয় দেশে স্থানান্তর করেছে।

 

আমি আরও ঘোষণা করছি যে, সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়ন করবে- বলেন প্রধানমন্ত্রী। 


অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের মতে, গত ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের অ্যাডাস ইসরাইল সিনাগগে হামলা চালানো হয়। 

 

আরও পড়ুন:গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া

 

উভয় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে উভয় ঘটনাতেই হামলাকারীরা সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন