ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইসরাইলের হামলা

২ সপ্তাহ আগে
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার (১৪ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়।

এই হামলায় সদর দফতরের একটি ভবনের সামান্য কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তাসনিম নিউজ।

 

ইরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা ও বিবিসি।

 

আল–জাজিরা বলছে, তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি ভবনে পৃথক ইসরাইলি হামলার খবর জানা গেছে। 

 

বিবিসি জানিয়েছে, ওই ভবনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দফতরের কার্যালয় রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন