ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান আব্বাসিও নিহত

৩ সপ্তাহ আগে
ইরানে ইসরাইলের ‘পূর্ব-পরিকল্পিত’ হামলায় বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে, বেসামরিক নাগরিক নিহতের পাশাপাশি ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারাও নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসি নিহত হয়েছেন।

 

সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদি তেহরানচি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন। 

 

এছাড়া ইসরাইলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামি রয়েছেন। 

 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

 

এদিকে ইসরাইলি নিরাপত্তা সূত্র দাবি করেছে, ‘ক্রমবর্ধমান সম্ভাবনা রয়েছে’ যে আজ রাতের হামলায় ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। 

 

তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

 

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

 

আরও পড়ুন: ইসরাইলের হামলা /ইরানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের প্রাণহানির শঙ্কা!

 

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’ 
ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন