ইরানের নতুন হামলায় ইসরাইলি শহরে তোলপাড়

৩ সপ্তাহ আগে
ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থাগুলো উত্তর উপকূলীয় বন্দর শহর হাইফার ‘একটি বসতিতে’ ইরানি হামলার খবর পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সম্পত্তির ক্ষতি হয়েছে।’ খবর বিবিসি’র। 

 

হাইফা শহরে চালানো ইরানি হামলার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরটির রাতের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে।

 

আরও পড়ুন: ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

 

ইসরাইলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 

আমরা জনসাধারণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং ঘটনাস্থলে পুলিশের নির্দেশাবলী মেনে চলতে অনুরোধ করছি।

 

তবে গোলার আঘাতে আহত দু’জনকে হাসপাতালে নেয়ার খবর দিয়েছে ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস, ম্যাগেন ডেভিড অ্যাডম।

 

এর আগে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করে ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো’ ভেদ করে গেছে। যদিও ইসরাইলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। 

 

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্রের বহর দেখে ‘হতবাক’ ইসরাইলিরা

 

বিবিসি বলছে, জেরুজালেম এবং তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ ‘আয়রন ডোম’ ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে আশ্রয় নিতে বলা হয়েছে।

 

এদিকে ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয়দের ‘সংরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন