ইরানের তাবরিজ ও শিরাজ শহরে ইসরাইলের নতুন হামলা

৩ সপ্তাহ আগে
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজ ও শিরাজ শহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এছাড়া নাতানজ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানোর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনে নতুন করে হামলার তথ্য নিশ্চিত করেছেন আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন।

 

তিনি বলেন, অভিযানের লক্ষ্য অর্জনের জন্য এই মুহূর্তে আইডিএফ ইরানে হামলা চালিয়ে যাচ্ছে।

 

ইরান কখন ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এমন প্রশ্নের জবাবে ডিফ্রিন বলেন, ‘ইরানে অভিযান কেবল শুরু হয়েছে। সামরিক বাহিনী ইরানের পরিকল্পনা অনুসরণ করছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।’

 

আরও পড়ুন: ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধান নিয়োগ দিলেন খামেনি

 

ইরানি মিডিয়া জানিয়েছে, ইসরাইলি নতুন করে হামলা শিরাজ এবং তাবরিজে শহরগুলোর পাশাপাশি নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা চালিয়েছে।

 

তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তাবরিজ শহরের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ‘কয়েক মিনিট আগে পূর্ব আজারবাইজান প্রদেশে নতুন বিস্ফোরণ ঘটেছে।’

 

প্রতিবেদনে বলা হয়, আগের হামলার ঢেউয়ে প্রদেশটির অন্তত ১০টি স্থানে আঘাত হানা হয় এবং এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি: আইএইএ

 

এর আগে শুক্রবার ভোররাতে ইসরাইলি বিমানবাহিনী তেহরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায়। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদসহ অন্তত ছয়জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন।

 

এছাড়া বেশ কিছু ভবন এবং স্থাপনা ধ্বংস হয়েছে। ইরানের বেশি কিছু পরমাণু গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করেছে ইসরাইল।

]]>
সম্পূর্ণ পড়ুন