ইরানের ক্ষেপণাস্ত্রের বহর দেখে ‘হতবাক’ ইসরাইলিরা

৩ সপ্তাহ আগে
ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা দেখে হতবাক হয়ে গেছে ইসরাইলি জনগণও, কারণ এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এমনই তথ্য জানিয়েছেন ইসরাইলি সংবাদমাধ্যম দ্য লোকাল কলের সম্পাদক মেরন র‍্যাপোপোর্ট।

র‍্যাপোপোর্ট আল জাজিরাকে বলেছেন, ‘যদিও ইসরাইলি সামরিক বাহিনী এটি (ইরানের হামলা) প্রত্যাশিত ছিল বলে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু ইসরাইলিরা বেশ অবাক যে এত ক্ষেপণাস্ত্র ইসরাইলের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি।’

 

তিনি আরও বলেন, ‘এই হামলাগুলো কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সফল হয়েছে এবং কিছু ঘটনা সম্ভবত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি।’ 

 

আরও পড়ুন: ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রেসিডেন্টের ফোনালাপ, যে কথা হলো

 

লোকাল কলের সম্পাদক বলেন, ‘আমরা সবকিছু সম্পর্কে জানি না কারণ সেন্সরশিপ বেশ কঠোর - এবং যদি আমরা তা জানতেও পারি, তাহলেও আমাদের তা বলার অনুমতি নেই।’

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিই চলমান এই সংঘাত থেকে বেরিয়ে আসার ‘একমাত্র সম্ভাব্য উপায়’ বলে মনে করেন তিনি।

 

আরও পড়ুন: ইসরাইলের আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইরান

 

মেরন র‍্যাপোপোর্ট বলেন, 

ইরান আত্মসমর্পণ করবে না, অদূর ভবিষ্যতে সেখানে শাসনব্যবস্থার পরিবর্তনও ঘটবে না। এবং ইসরাইলও অবশ্যই আত্মসমর্পণ করবে না - তাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি ছাড়া আমি অন্য কোনো উপায় দেখছি না।

]]>
সম্পূর্ণ পড়ুন