ইরানি হামলার পর ইসরাইলের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী এরইমধ্যে সর্বসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবার আশঙ্কা করা হচ্ছে, হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলো ভেঙে যেতে পারে। ইসরাইলি গণমাধ্যম হারেৎজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা।
বিবিসি জানিয়েছে, ইরানি হামলার শিকার ৪০ ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১৮ জন তেল আবিবের ইচিলভ, ৭ জন পেতাহ টিকবার বেইলসন ও ১৫ জন শেবা হসপিটালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
আরও পড়ুন: ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
শুক্রবার স্থানীয় সময় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে আক্রমণ শুরু করে ইসরাইল। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরাইলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়েই ইসরাইলের প্রায় ২০০ যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের ১০০টিরও বেশি স্থানে হামলা চালায়। এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।
এসব হামলায় ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসা কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই ইরান সমুচিত জবাব দেওয়ার কথা জানায়। তার ফলশ্রুতিতেই ১০০ ক্ষেপণাস্ত্র হামলা।