ইরানে ৪৫০ জনের বেশি নিহতের দাবি মানবাধিকার সংস্থার

২ সপ্তাহ আগে
গেল বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরাইলের হামলা শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)।

নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে।

 

এছাড়া এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। 

 

আরও পড়ুন: ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, জানাল ইসরাইল

 

এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (১৬ জুন) রাত থেকে ইরানের হামলায় ইসরাইলে গুরুতর আহত ১৫৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

 

শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানের হামলায় ২৪ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল।

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন