বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের নর্থ লনে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সঙ্গে কথা বলেন তিনি।
ট্রাম্প দাবি করেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন।
তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির ‘উদ্দেশ্য খারাপ’।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে ইসরাইলকে সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া
ইরানে হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা বলতে পারি না... আপনি সত্যিই ভাববেন না যে আমি এই প্রশ্নের উত্তর দেবো।’
তিনি বলেন, আপনি জানেন না যে আমি এটা করতে যাচ্ছি। আপনি জানেন না। আমি এটা করতে পারি, আমি এটা নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।
এদিকে ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলা পাল্টা হামলার মধ্যে বুধবার (১৮ জুন) বিকেলে বার্তা দেন খামেনি। যা টেলিভিশনে সম্প্রচারিত হয়। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে ইরানের এই নেতা বলেন,
যারা ইরান ও এর ইতিহাস জানে, তারা জানে যে, ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে জবাব দেয় না।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান। এতে খামেনি আরও বলেন, ইরানে হামলা চালিয়ে ভুল করেছে ইসরাইল। এই ভুলের জন্য তাকে শাস্তি পেতেই হবে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকাকে ‘অপূরণীয় ক্ষতি’ ভোগ করতে হবে।
আরও পড়ুন: তেহরানে ইসরাইলের নতুন হামলা
]]>