ইরানে মার্কিন হামলা নিয়ে ‘কঠোর বার্তা’ রাশিয়ার

২ সপ্তাহ আগে
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রোববার (২২ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যে যুক্তিই উপস্থাপন করা হোক না কেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন।’

 

এতে আরও বলা হয়, ‘আমরা আগ্রাসন বন্ধ করার এবং পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে আনার জন্য পরিস্থিতি তৈরির জন্য বর্ধিত প্রচেষ্টার আহ্বান জানাই।’ 

 

আরও পড়ুন: আইআরজিসির হুঁশিয়ারি /অতীত থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র, এবার পরিণতি ভোগ করবে

 

এর আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন যুদ্ধ শুরু করেছেন।

 

মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, ‘শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হিসেবে আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন। এ ধরনের সাফল্য নিয়ে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জিততে পারবেন না।’

 

শনিবার (২১ জুন) রাতে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং তিনি তেহরানকে সতর্ক করে বলেন যে, যদি তারা শান্তিতে রাজি না হয় তবে আরও ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে। 

 

আরও পড়ুন: পুতিনের সঙ্গে ‘জরুরি বৈঠক’ /রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বড় কিছুর ইঙ্গিত? 

 

সূত্র: আল আরাবিয়া

]]>
সম্পূর্ণ পড়ুন