ট্রাম্প ইরানে আরও বোমা হামলার কথা বিবেচনা করছেন বলার কয়েক ঘন্টা পরে এটি বাতিল হয়।
এ প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে হলে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নেয়ার কথা বলা হয়। কিন্তু ৫৩-৪৭ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
আরও পড়ুন:ইরানকে ৩০ বিলিয়ন ডলার সহায়তা প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পের
প্রস্তাবের প্রধান উদ্যোক্তা সিনেটর টিম কেইন বছরের পর বছর ধরেই রিপাবলিকান বা ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার জন্য কাজ করছেন।
কেইন বলেন, ‘তার সর্বশেষ প্রচেষ্টা ছিল এই বিষয়টির উপর জোর দেয়া যে, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে নয়, কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার একমাত্র ক্ষমতা দেয় এবং ইরানের সাথে যেকোনো শত্রুতা, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের জন্য নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে করতে হবে।
এদিকে, শুক্রবারের শুরুতে, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির তীব্র সমালোচনা করেন। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা প্রত্যাহার করেন এবং বলেন যে তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তবে তিনি আবার ইরানে বোমা হামলার কথা বিবেচনা করবেন।
এর আগে ইরান- ইসরাইল সংঘাত শুরু পর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প
সূত্র: রয়টার্স
]]>