ইরানে ইসরাইলের হামলায় ১২৮ জন নিহত, আহত ৯০০

৩ সপ্তাহ আগে
ইরানে ইসরাইলের হামলায় ১২৮ জন নিহত হয়েছেন। আহত প্রায় ৯০০ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শনিবার দুপুর পর্যন্ত নিহত এবং আহতের এই সংখ্যা বলে গণমাধ্যমের খবরে বলা হয়।


তবে বিবিসির খবরে বলা হয়, কিছু ইরানি সংস্থা এবং সংবাদমাধ্যম তাদের নিজস্ব পরিসংখ্যান প্রকাশ করেছে। বিবিসি এই সংখ্যাগুলো নিশ্চিত করতে পারেনি।

 

আরও পড়ুন:ইসরাইলের আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইরান

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার জানানো হয়েছে, তেহরানের একটি ভবনে ইসরাইলি হামলায় ২০ শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন।


পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বলেন, সেখানে ৩১ জন মারা গেছেন, যার মধ্যে ৩০ জন সামরিক কর্মী এবং ইরানি রেড ক্রিসেন্টের একজন সদস্য রয়েছেন।


এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে হামলায় দুইজন নিহত হওয়ার খবর জানায়। 

 

দু’দিন আগে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছিলেন, ইসরাইলি হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন।


এদিকে, ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, গত তিন দিনে কমপক্ষে ৩০ জন নারী ও শিশু নিহত হয়েছে। তবে তিনি মোট মৃত্যুর সংখ্যা জানাননি।


এছাড়া ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে, শুক্রবার আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডারসহ ইসরাইলের বিভিন্ন হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এর কমপক্ষে ১৮ জন সদস্য নিহত হয়েছেন।

 

আলাদা হামলায় বেশ কয়েকজন পরমাণুবিজ্ঞানীও নিহত হন।

 

আরও পড়ুন:ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন নেতানিয়াহু

 

শুক্রবার ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা  লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এর পরপরই ইসরাইলের বিভিন্ন স্থাপনা, ভবন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন