ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জামায়াতের

৩ সপ্তাহ আগে
যুদ্ধবাজ ইসরাইলের হামলায় ইরানের আইআরজিসি প্রধান, সেনাবাহিনী প্রধান এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

শুক্রবার (১৩ জুন) জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক শোক বিবৃতিতে বলেন, ১৩ জুন শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবাজ ইসরাইলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ নিহত হয়েছেন। পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ ছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি হামলায় নিহত হয়েছেন। আমি তাদের সকলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।


বিবৃতিতে তিনি আরও বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি। আল্লাহ তায়ালা তাদের জীবনের সকল নেক আমল কবুল করে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমরা আশা প্রকাশ করছি ইরানের সরকার ও জনগণ শিগগিরই তাদের এই বিরাট ক্ষয়-ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

 

আরও পড়ুন: ইসরাইলকে ‘বোকামির’ পরিণতি ভোগ করতে হবে: পেজেশকিয়ান

 

এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে আক্রমণ শুরু করে ইসরাইল। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরাইলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়েই ইসরাইলের প্রায় ২০০ যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের ১০০টিরও বেশি স্থানে হামলা চালায়। এদের মধ্যে ছিলো পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

 

এসব হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। ইরানের রেভল্যুশনারি গার্ড পরিচালিত নিউজ এজেন্সি ফার্সের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি পরিসংখ্যান উল্লেখ করে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন।
 

আরও পড়ুন: ইরানের সঙ্গে সংঘাত, বিশ্বজুড়ে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরাইলের


এতে ইরানের সেনাপ্রধান এবং বিপ্লবী গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন লক্ষ্য অর্জন না হবে ততদিন অপারেশন রাইজিং লায়ন চলবে। এটির লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে ভেঙে দেওয়া


এই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান।

]]>
সম্পূর্ণ পড়ুন