মঙ্গলবার (১৭ জুন) দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব ইসরাইলেরসহ পুরো বিশ্বেই পড়বে।’
রাশিয়া আরও বলেছে, ‘আমরা ইসরাইলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি—আইএইএর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর তাৎক্ষণিকভাবে এ হামলা বন্ধ করুন।’
আরও পড়ুন: আকাশসীমা বন্ধের সময় বাড়াল ইরান
বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ ‘সুযোগসন্ধানী আচরণ’ করছে বলে অভিযোগ করা হয়। তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।
এর আগে সোমবার ব্যবসায়িক দৈনিক কমার্স্যান্টে রাশিয়ার এক রাষ্ট্রবিজ্ঞানী আন্দ্রেই কর্তুনভ লিখেছেন, সংঘাতের তীব্রতা মস্কোর জন্য গুরুতর ঝুঁকি এবং সম্ভাব্য মূল্য বহন করে।
যখন ইসরাইল অপারেশন রাইজিং লায়ন শুরু করে ওই সময় রাশিয়ার কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনাকে উদ্বেগজনক এবং বিপজ্জনক বলেও বর্ণনা করেছেন।