ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতি অনুসারে, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমার কাছাকাছি চলে আসে, যার ফলে ইরানি নৌবাহিনীর তৃতীয় নৌ অঞ্চল (NEDAJA) থেকে একটি দ্রুত-প্রতিক্রিয়াশীল হেলিকপ্টার মোতায়েন করা হয়।
প্রতিবেদন মতে, হেলিকপ্টারটি ওই ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়ছিল এবং ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমা থেকে দূরে থাকার জন্য একটি স্পষ্ট রেডিও সতর্কতা জারি করে।
আরও পড়ুন: সাক্ষাৎকারে পেজেশকিয়ান /পরমাণু কর্মসূচি চলবে, প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান
পরবর্তীতে ইউএসএস ফিটজেরাল্ডের ক্রুরাও হুমকি দেয় যে হেলিকপ্টারটি যদি কাছাকাছি থাকে, তবে তারা এটির সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এরপর ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা কমান্ড হস্তক্ষেপ করে, হেলিকপ্টারটিকে সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা সুরক্ষার অধীনে ঘোষণা করে এবং আমেরিকান ডেস্ট্রয়ারকে তার পথ পরিবর্তন করার নির্দেশ দেয়।
বিবৃতি অনুসারে, ওই নির্দেশনার পর ইউএসএস ফিটজেরাল্ড বিতর্কিত এলাকা থেকে দক্ষিণ দিকে চলে যায়।

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরাইল যুদ্ধের পর পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটল। তবে মার্কিন সেনাবাহিনী এই বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি জারি করেনি।
]]>