ইরানি হামলার ভয়ে একরাতে পাঁচবার বাংকারে আশ্রয় নেন ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

৩ সপ্তাহ আগে
ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলার জবাবে শুক্রবার রাতভর ইসরাইলজুড়ে শত শত ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার সময় ইসরাইলের লাখো নাগরিক বাংকারে আশ্রয় নিয়েছেন। বাদ পড়েননি ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিও।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘কঠিন’ একটি রাত কেটেছে।
আমাকে পাঁচবার আশ্রয়কেন্দ্রে (বাংকারে) যেতে হয়েছে।

 

তিনি আরও বলেন, এখন এখানে শাবাথ (সপ্তাহের সপ্তম দিন)। আমাদের চুপ থাকা উচিত। সম্ভবত এখন আর হামলা হবে না। গোটা জাতিকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: মধ্য ইসরাইলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহত

 

ইসরাইলের একজন কট্টর সমর্থক হাকাবি সম্প্রতি বলেছিলেন পশ্চিম তীর বলে ‘কিছুই নেই’।  এই সপ্তাহের শুরুতে তিনি বলেছেন, মার্কিন অনুমোদন বা সমন্বয় ছাড়া ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা চালানোর সম্ভাবনা অসম্ভব।

 

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট তিনি বলেন, আমি মনে করি না যে সম্পর্ক এবং আস্থার সংকটের কারণে এটি এমন কিছু ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে একটি বিশ্বাস রয়েছে আমি এই শব্দটির ওপরই জোর দেব।

 

আরও পড়ুন: ইরানের সঙ্গে উত্তেজনা: মোদিকে ফোন দিয়ে কী বললেন নেতানিয়াহু?

 

হাকাবি বলে, আমি প্রায়ই বলি: আমাদের অনেক বন্ধু আছে, মিত্র আছে, কিন্তু আমাদের কেবল একজনই অংশীদার আছে, সেটিই হলো ইসরাইল। তার মানে এই নয় যে, অন্যান্য দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই।

 

তিনি বলেন, ইসরাইল ছাড়া এমন কোনো দেশ নেই যাদের সঙ্গে আমাদের গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম, কৌশল, সাধারণ লক্ষ্য শেয়ার করা হয়। এটার মূল কারণ আমরা ইহুদি-খ্রিস্টান বিশ্বদৃষ্টির ওপর ভিত্তি করে একটি সভ্যতার সাধারণ ভিত্তি ভাগ করে নিই।’

]]>
সম্পূর্ণ পড়ুন