মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এছাড়া ইসরাইলি সেনাবাহিনীর দাবি, রোববার ইরানের বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ‘ব্যাপক পরিসরে’ হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দাপ্রধান নিহত
আইডিএফ বলছে, এ হামলায় কুদস ফোর্স, আইআরজিসি এবং তেহরানে ইরানি সামরিক বাহিনীর অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
‘ইরানজুড়ে অসংখ্য অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছিল, জানায় আইডিএফ।
দাবি করা হচ্ছে, এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল নেভিগেশন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনের একটি স্থান, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনের জন্য একটি স্থান এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইঞ্জিন উৎপাদনের জন্য ডিজাইন করা একটি ‘প্ল্যানেটারি মিক্সার’।
আরও পড়ুন: ভিডিও প্রকাশ /ইসরাইলের বিমানবন্দরে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল!
আইডিএফ আরও জানায়, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপাদানগুলোর একটি উৎপাদন স্থানেও হামলা চালানো হয়েছে।
]]>