ইরানকে ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা চলছে

২ সপ্তাহ আগে
ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও, ষষ্ঠ দিনের মতো হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান-ইসরাইল। বুধবার (১৮ জুন) ইরান ও ইসরাইল একে অপরের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।


ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরের প্রথম দুই ঘণ্টায় ইসরাইলের দিকে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবের উপর দিয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


এদিকে, তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরাইল। যাতে তাদের বিমান বাহিনী ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। ইরানি সংবাদ ওয়েবসাইটগুলো জানিয়েছে, তেহরান এবং রাজধানীর পশ্চিমে কারাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

আরও পড়ুন:ইরানের আকাশ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

 

এদিকে, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে, ‌‌‌‌মার্কিন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এরপর তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন।

 

যদিও তিনি বলেছিলেন আপাতত ইরানের নেতাকে হত্যা করার কোনো ইচ্ছা নেই, তবুও তার মন্তব্য ইরানের প্রতি আরও আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত দেয় কারণ তিনি মার্কিন সম্পৃক্ততা আরও গভীর করবেন কিনা তা বিবেচনা করছেন।


ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে লিখেছেন, ‌‌‘আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। আমরা তাকে বের করে (হত্যা) করবো না, অন্তত আপাতত নয়। তবে আমাদের ধৈর্য ক্রমশ ক্ষীণ হচ্ছে।’ 


এর তিন মিনিট পর ট্রাম্প পোস্ট করেন, নিঃশর্ত আত্মসমর্পণ।



এদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন।

 

আরও পড়ুন:ইরান-ইসরাইল সংঘাত নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

]]>
সম্পূর্ণ পড়ুন