ইরান-ইসরাইলের তৃতীয়দিনের সংঘাত অব্যাহত থাকার মধ্যে এমন কথা বললেন ট্রাম্প।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার দিকে ইঙ্গিত করেন, যা তিনি বন্ধ করতে সাহায্য করেছেন বলে দাবি জানান।
আরও পড়ুন:ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
তিনি বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার পাশাপাশি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্র সাহায্য করে আসছে। যদিও উভয় যুদ্ধ এখনও চলছে।’
একইভাবে, ইসরাইল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে জানান ট্রাম্প।
এ নিয়ে অনেকের সাথে ফোনে কথা হচ্ছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি অনেক কিছু করি, এবং কখনও কোনো কিছুর জন্য কৃতিত্ব পাই না। তবে সমস্যা নেই, জনগণ ঠিকই বোঝে।’
এদিকে, ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িত হতে পারে। এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িত নয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হতে পারেন বলেও জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন। আমরা এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি।’
আরও পড়ুন:৫০ মিনিট ধরে ফোনে কী কথা বললেন পুতিন-ট্রাম্প
এছাড়া ক্রেমলিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ এক্স-এর একটি পোস্টে আলাদাভাবে বলেছেন যে রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে মূল ভূমিকা পালন করতে পারে।
সূত্র: বিবিসি
]]>