ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি’র।
তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন ইরান-ইসরাইলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের ‘হুমকির পর’ তেহরানে আবারও বড় বিস্ফোরণ!
ট্রাম্প তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘একটি সত্যিকার সমাপ্তি। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি।’
পরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনো ইরানের সাথে যোগাযোগ করেননি।
ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত।
আরও পড়ুন: ইরানে ইসরাইলের হামলা নিয়ে মুখ খুললেন শি জিনপিং
তিনি আরও লেখেন, ‘তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে। তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত, যা অনেক প্রাণ রক্ষা করবে।’
]]>