ইরান-ইসরাইল সংঘাত: জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

৩ সপ্তাহ আগে
ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দু'দেশের মধ্যে উত্তেজমা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

সোমবার (১৬ জুন) সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দফতরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।


ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ'র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার পর দু'দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।


সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।

 

আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইসরাইলের হামলা

]]>
সম্পূর্ণ পড়ুন