ইয়েমেনের পূর্বাঞ্চলে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৭

২ সপ্তাহ আগে
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) নিয়ন্ত্রিত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এসটিসির একজন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আজ শুক্রবার (২ জানুয়ারি) ওয়াদি হাদরামাউত অ্যান্ড হাদরামাউত মরুভূমি অঞ্চলে এসটিসির প্রধান মোহাম্মদ আব্দুলমালিক বলেছেন, আল-খাসা এলাকার একটি শিবিরে দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। এতে সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২০ জনের বেশি আহত হয়েছেন।

 

এসটিসির মুখপাত্র আনোয়ার আল-তামিমি বলেছেন, ‘দক্ষিণ ইয়েমেনে যা ঘটছে তা সম্পূর্ণ আগ্রাসন’। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে সমর্থিত শাসকগোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রত্যাখ্যান তিনি বলেন, ‘প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল শেষ হয়ে গেছে এবং আরব জোটও শেষ হয়ে গেছে।’

 

গত মাসে এসটিসি ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারের বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। প্রতিক্রিয়ায় হাদরামাউতের গভর্নর এসটিসি দখলকৃত সামরিক ঘাঁটি পুনরুদ্ধারে অভিযানের ঘোষণা দেন।

 

আরও পড়ুন: আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল ইয়েমেনের

 

শুক্রবার (২ জানুয়ারি) সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হাদরামাউত প্রদেশে সৌদি-সমর্থিত গভর্নরের অনুগত বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী এসটিসি) মধ্যে লড়াই শুরু হয়েছে। এর মধ্যে এসটিসির নিয়ন্ত্রিত অঞ্চলে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। 

 

এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এসটিএস নিয়ন্ত্রিত ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি জোট।

 

গত মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল করে দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। এরপর থেকেই সৌদি জোট এসটিসিকে বন্দর থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছিল।

 

তবে তারা না সরায় মুকাল্লা বন্দরে সীমিত বিমান হামলা চালানো হয়। ইয়েমেন সরকার ও সৌদি আরব জানায়, হামলার লক্ষ্য ছিল এসটিসির জন্য বন্দরে আনা অস্ত্র। তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র সরবরাহ করেছে। তবে আমিরাত কর্তৃপক্ষ এই অভিযোগ নাকচ করে দেয়। 

 

আরও পড়ুন: ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

 

এরপর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দেয় ইয়েমেন। সেই সঙ্গে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আমিরাতের বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন ছাড়ার আহ্বান জানায়।

 

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আমিরাতের বাহিনীকে ইয়েমেনির সমস্ত ভূখণ্ড থেকে সরে যেতে হবে।’

 

এসটিসি হলো দক্ষিণ ইয়েমেনের একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যা ২০১৭ সালের ১১ মে গঠিত হয়। এডেনের গভর্নর পদ থেকে আইদারুস আল-জুবাইদিকে বরখাস্ত করার বিরুদ্ধে এডেনে ব্যাপক বিক্ষোভের মধ্যদিয়ে এর উত্থান ঘটে।

 

আইদারুস আল-জুবাইদি নবগঠিত ২৬ সদস্যের কাউন্সিলের প্রধান হন। এসটিসির লক্ষ্য হলো ‘সাউদার্ন স্টেট’ নামে দক্ষিণ ইয়েমেনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ১৯৬৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত উত্তরাঞ্চলের সাথে একীভূত হওয়ার আগ পর্যন্ত সাউদার্ন স্টেট নামে স্বাধীন রাষ্ট্র ছিল।

 

এসটিসির প্রতি সংযুক্ত আরব আমিরাতের বড় সমর্থন রয়েছে। স্থানীয় বেশ কয়েকটি আধাসামরিক বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রয়েছে সংগঠনটির। গত কয়েক বছরে এটি দক্ষিণ ইয়েমেনে উল্লেখযোগ্য আঞ্চলিক এবং রাজনৈতিক প্রভাব অর্জন করেছে, বিশেষ করে বন্দর শহর এডেন দখল করে।

]]>
সম্পূর্ণ পড়ুন