আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) সেমিফাইনালে আজ বুনু বীরত্বে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও দুদল গোল করতে ব্যর্থ। টাইব্রেকারে বুনু দুটি শট ঠেকিয়ে দেন। মূল ম্যাচেও একটি সেভ দেন তিনি। নাইজেরিয়ার গোলরক্ষক সে তুলনায় মূল ম্যাচে কঠিন পরীক্ষা দিয়েছেন, টাইব্রেকারে তিনি ফিরিয়েছেন এক শট।
দেশের মাটিতে মরক্কো জিতেছে ৪-২ গোলে। উভয় দলই প্রথম শটে গোল করার পর দ্বিতীয় শটে মিস করে। মরক্কোর গোলটি মিস করেন হামজা ইগামানে। মিস হওয়ার সঙ্গে সঙ্গে কলাগাছের মতো মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গোল করতে না পারার অভিব্যক্তি টাইব্রেকারের বাকি সময়টাতেও তার চোখেমুখে ভেসে ছিল। সতীর্থরা বারবার শান্ত্বনা দিচ্ছিলেন। মরক্কো জেতার পর ইগামানের অনুভূতি কী? সবচেয়ে বেশি খুশি হননি তিনি?
আরও পড়ুন: মানের গোলে সালাহদের হারিয়ে আফকনের ফাইনালে সেনেগাল
আফকনে প্রায় দুই দশক পর মরক্কোর এটা প্রথম ফাইনাল। ২০০৪ সালের আসরে তারা হেরেছিল তিউনিসিয়ার কাছে। প্রথম ও একমাত্র শিরোপাটি জিতে ১৯৭৬ সালে। অন্যদিকে তিনবারের শিরোপা জেতা নাইজেরিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার সুযোগ হারালো। গত আসরে ফাইনালে উঠে তারা শিরোপা হারিয়েছিল আইভরি কোস্টের কাছে।
১৮ জানুয়ারির ফাইনালে মরক্কো সেনেগালের মুখোমুখি হবে। সেমিফাইনালের প্রথম ম্যাচে সেনেগাল মোহামেদ সালাহর মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এই একমাত্র গোলটি করেছেন সালাহর এক সময়ের সতীর্থ সাদিও মানে। এই দুই ফুটবলার এক সময় সতীর্থ হিসেবে অ্যানফিল্ড দাপিয়ে বেড়িয়েছেন, সালাহ এখনও লিভারপুলে থাকলেও সাদিও মানে ঘর বেঁধেছেন আল নাসরে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·