৭২ বছর বয়সি ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে তিনি ক্ষমতাচ্যুত হন। তার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে এবং কয়েকটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। ইমরান তার বিরুদ্ধে হওয়া এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
ইমরান খানের পরিবার ও দল পিটিআই বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে, ইমরান খানের সঙ্গে তাদের নিয়মিত দেখা করতে দেয়া হচ্ছে না। তার বোনেরা বারবার আবেদন করলেও তা নাকচ করা হচ্ছে। এমন অবস্থায় কারাগারের ভেতরে তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সাক্ষাতের দাবিতে চলতি সপ্তাহে আদিয়ালা জেলের বাইরে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা। জাতিসংঘের একজন বিশেষ দূত সতর্ক করে বলেছেন, ইমরান খানকে এমন পরিস্থিতিতে আটকে রাখা হচ্ছে যা ‘অমানবিক বা অবমাননাকর’ আচরণের পর্যায়ে পড়তে পারে।
আরও পড়ুন: ‘সু চির মৃত্যু হয়ে থাকতে পারে’, ছেলের আশঙ্কার পর কী বললো জান্তা?
এ পরিস্থিতিতে সাক্ষাৎকারে বাবাকে নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের দুই সন্তান কাসিম ও সুলেমান। সেই সঙ্গে বাবাকে দেখতে শিগগিরই পাকিস্তান সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা। যদিও সম্প্রতি তাদেরকে দেশে না ফেরার জন্য সতর্ক করা হয়। কাসিম ও সুলেমান বর্তমানে তাদের মা জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।
ইমরান খানের সাথে দেখা করার অনুমতি পেতে পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কাসিম বলেন, ‘আমরা পরিকল্পনা করছি। কারণ কর্তৃপক্ষ সফরের অনুমতি দেবে বলে খোলাখুলিভাবে জানিয়েছে। এখন যদি না তারা তাদের কথার বিরুদ্ধে যায় - তাহলে আমারা জানুয়ারিতে যাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা আমাদের ভিসার জন্য আবেদন করেছি।’
সাক্ষাৎকারে কাসিম ও সুলাইমান খান আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনও তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না। কারণ তাকে ‘ডেথ সেলে’ রেখে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে। তারা জানান, গত কয়েক মাস ধরে তারা তাদের বাবার সঙ্গে কথা বলেননি।
কাসিম বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে যেসব শর্তে রাখা হয়েছে তা ভয়াবহ। তিনি বলেন, ‘তিনি দু’বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে আছেন, যেখানে পানি খুবই অপরিষ্কিার। তিনি এমন বন্দিদের সঙ্গে আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন। পরিবেশ খুবই নোংরা, এবং তিনি সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন।’
আরও পড়ুন: কাশ্মীর কখনো ভারতের ছিল না এবং ভবিষ্যতেও হবে না: জাতিসংঘকে পাকিস্তান
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস রাখার চেষ্টা করছি। কিন্তু একই সঙ্গে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এটি খুবই কষ্টকর… আমরা এখন ভয় পাচ্ছি যে হয়তো আর কখনও তাকে দেখতে পারব না।’ কাসিম জানান, তার বাবা ‘মানসিক নির্যাতনের কৌশলের’ শিকার হচ্ছেন। এমনকি কারাগারের রক্ষীরাও ইমরান খানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
সুলাইমান অভিযোগ করে বলেন, তার বাবা ‘ডেথ সেল’ এ আছেন। এখানে তাকে ২৪ ঘণ্টার মধ্যেই ২৩ ঘণ্টা কাটাতে হয়। তিনি আরও জানান, তার বাবা ‘নিম্নমানের অবস্থায় আছেন, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বন্দির জন্য গ্রহণযোগ্য নয়।’
]]>
৪ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·