ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় দফার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

১ সপ্তাহে আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় দফার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির সিনিয়র নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জানিয়েছেন, আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবসে দ্বিতীয় দফায় বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হবে।

ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্তির দিন গত মঙ্গলবার (৫ আগস্ট) প্রথম দফার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে পিটিআই। কিন্তু বিক্ষোভ কর্মসূচির আগেই প্রধান দুই শহর রাওয়ালপিন্ডি ও রাজধানী শহর ইসলামাবাদে সমাবেশ নিষিদ্ধ করা হয়।

 

এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ করে পিটিআই। এদিন সমর্থকদের আগমনে জনসমুদ্রে পরিণত হয় করাচির রাস্তা। ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা।

 

আরও পড়ুন: ‘ইমরানকে মুক্ত কর’ আন্দোলন শুরু পিটিআই’র

 

দুপক্ষের ধাওয়ার পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এর মধ্যেই চলে পুলিশের ধরপাকড়। যা মূলত শুরু হয় আগের রাত থেকে। পিটিআই সূত্র জানিয়েছে, লাহোরে রাতভর অভিযান ও দিনভর বিক্ষোভকালে অন্তত ৩০০ জনকে গ্রেফতার করা হয়।

 

পিটিআই’র অন্যতম নেতা জুলফিকার বুখারির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, লাহোরে পাঞ্জাব অ্যাসেম্বলির অন্তত সাত সদস্যকে আটক করা হয়। তবে সন্ধ্যায় তাদের ছেড়ে দেয় পুলিশ।

 

পাঞ্জাব পুলিশ এক বিবৃতিতে জানায়, পাঞ্জাব বিধানসভায় বিরোধী দলের উপ-নেতা মঈন রিয়াজ কুরেশি, সংসদ সদস্য ফারুখ জাভেদ মুন, খাজা সালাহ উদ্দিন, শোয়েব আমির, আমান উল্লাহ খান এবং ইকবাল খট্টককে মুক্তি দেয়া হয়েছে। 

 

আরও পড়ুন: আসিম মুনির প্রেসিডেন্ট হতে চান? জল্পনা নিয়ে যা বললো পাকিস্তান সেনাবাহিনী

]]>
সম্পূর্ণ পড়ুন