ইমরান খানকে দ্বিতীয় শেখ মুজিব হতে দেয়া হবে না: পিটিআই নেতা

১ মাস আগে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর তার নিজের দলের কঠোর সমালোচনা করেছেন। দলটি ‘দেশবিরোধী রাজনীতিতে’ জড়িত বলে অভিযোগ তুলে ইমরান খানকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচন কমিশনের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাবর পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের (ইমরান খান) দেয়া ছয় দফার কথা উল্লেখ করেন এবং শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফার সঙ্গে এর তুলনা করেন।

 

বাবর সতর্ক করে বলেন, ‘পিটিআই-এর মধ্যে ক্ষমতার লড়াই ১৯৭১ সালের মতোই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।’

 

আরও পড়ুন: যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

 

কীভাবে শেখ মুজিবের ছয় দফা পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্নতাবাদের দিকে পরিচালিত করেছিল তা স্মরণ করে আকবর এস বাবর বলেন, ‘ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।’ পিটিআই নেতারা জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত লাভকে প্রাধান্য দেয় বলেও অভিযোগ করেছেন বাবার।

 

তিনি আরও বলেন, 

আজও তারা সবকিছু করছে শুধুমাত্র ক্ষমতার লোভে। কিন্তু মনে রাখবেন, পাকিস্তানে দ্বিতীয় শেখ মুজিবুর রহমানের জন্ম হবে না।

 

আরও পড়ুন: পাকিস্তানে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল

 

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির রাজনীতিতে কঠিন সময় পার করছেন ইমরান খান। মুসলিম লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং সামরিক স্ট্যাবলিশমেন্টের নানামুখী চাপে আছে তার দল। ইমরান খান জেলে থাকায় দলে বিভক্তি দেখা দিয়েছে। দলটির নেতারা বর্তমানে বিভিন্ন আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

 

সূত্র: সামা টিভি

]]>
সম্পূর্ণ পড়ুন