আহতরা হলেন: ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, রোববার (১৫ ডিসেম্বর) কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠান হয়। সেখানে বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্য আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিকভাবে বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা তাদের কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে আজ কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলার সময় আলভি ও রিশাদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
আরও পড়ুন: শিবচরে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
এ বিষয়ে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ‘ইভটিজিংয়ের বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি। এর প্রতিবাদ করায় অভিযুক্ত বহিরাগতরা কলেজে প্রবেশ করে আমাদের দুজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে।’
এ বিষয়ে কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর সঙ্গে আলোচনা চলছে, তার পরামর্শ মোতাবেক থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনা জানার পরে পুলিশ কলেজ পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।