ইন্দোনেশিয়ায় এমপিদের ভাতা বৃদ্ধির প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

১ সপ্তাহে আগে
ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের (এমপি) ভাতা বাড়ানোর প্রতিবাদে রাজধানী জাকার্তায় ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন দেশটির শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে পুলিশ। ফলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদন মতে, সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধির প্রতিবাদে সোমবার (২৫ আগস্ট) রাজধানী জাকার্তায় বিক্ষোভ শুরু হয়। তবে শান্তিপূর্ণ বিক্ষোভ এক পর্যায়ে পুলিশের বাধায় সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও ওয়াটার ক্যানন থেকে পানি ছোড়ে।

 

প্রতিবেদনে বলা হয়, কালো পোশাক পরিহিত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধা পায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের দিকে পাথর ছোড়ে ও আতশবাজির বিস্ফোরণ ঘটায়। বিক্ষোভকারীরা একটি মোটরসাইকেল আগুন দিলে সেটি পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতি, হতাহত বা গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

 

সম্প্রতি একাধিক প্রতিবেদনে উঠে আসে, ইন্দোনেশিয়ার ৫৮০ জন সংসদ সদস্য গত বছরের সেপ্টেম্বর থেকে মাসে ৫০ মিলিয়ন রুপিয়াহ (প্রায় ৩ হাজার ৭৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৮৮ টাকা) আবাসন ভাতা পাচ্ছেন।

 

আরও পড়ুন: জামিন পেলেন রনিল বিক্রমাসিংহে

 

এই ভাতা ইন্দোনেশিয়ার দরিদ্র অঞ্চলে প্রচলিত ন্যূনতম মজুরির প্রায় ২০ গুণ বেশি। বেশিরভাগ নাগরিকের অর্থনৈতিক সংকটের মধ্যে শিক্ষার্থীরা বিশাল পরিমাণ এই ভাতাকে অন্যায্য বলে দেখছেন। আর এ কারণেই প্রতিবাদে ফেটে পড়েছেন তারা।

 

‘গেজায়ান মেমাঙ্গগিল’ নামের একটি সংগঠন জানায়, সংসদ সদস্যদের বেতন কমানো, সরকারে দুর্নীতিবাজ অভিজাত শ্রেণি ও সামরিক-করেপারেটপন্থী নীতির বিরুদ্ধে আন্দোলনই এই বিক্ষোভের মূল লক্ষ্য। 

 

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, কিছু শিক্ষার্থী জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ওয়ান পিস-এর পতাকা বহন করছে, যা ইন্দোনেশিয়ায় সরকারি নীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।

 

আরও পড়ুন: গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতবাক’ চীন

 

জাকার্তা পুলিশের মুখপাত্র আদে আরি স্যাম ইন্দ্রাদি জানান, সংসদ ভবনের নিরাপত্তায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সংসদ স্পিকার পুয়ান মহারানি বা তার ডেপুটি। 

 

তবে গত শনিবার (২৩ আগস্ট) মহারানি সাংবাদিকদের বলেন, ভাতা নির্ধারণে যথেষ্ট বিবেচনা করা হয়েছে এবং এটি জাকার্তার বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন