রোববার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ তথ্য দেন।
জানা যায়, এই ৯ জন বাংলাদেশিকে গত ২৪ সেপ্টেম্বর বাহরকাম পলরি’র এয়ার অ্যান্ড ওয়াটার পুলিশ (ডিইটিপিওএলএআইআর) উত্তর সুমাত্রার আসাহান রিজেন্সির জলসীমা থেকে আটক করে। আটকের পর গত ২৯ সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য বেলওয়ান ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদের পর গত ৩ অক্টোবর এই ৯ জনকে রুডেনিম আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে, যাতে তাদের আটক করা হয় এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা যায়।
আরও পড়ুন: ব্রুনাইয়ে মানবপাচারের অভিযোগে বাংলাদেশির সাড়ে সাত বছর কারাদণ্ড
বর্তমানে রুডেনিমের কর্তৃপক্ষ তাদের তত্ত্বাবধানে রেখেছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রশাসনিক ব্যবস্থা নেবে।
তদন্ত থেকে জানা যায়, তাদের অভিবাসন সংক্রান্ত ২০১১ সালের ৬ নম্বর আইনের ৭৫ অনুচ্ছেদ লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই হস্তান্তরটি বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগের একটি অংশ।
]]>