শনিবার (২১ জুন) বিকেল পর্যন্ত ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেটগুলো সরানো হলেও ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি।
শুক্রবার (২০ জুন) ভোর রাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ী এলাকায় ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাকটি খালে পড়ে যায়।
আরও পড়ুন: পিরোজপুরে বাণিজ্যমেলায় লটারির নামে জুয়া বন্ধে বিক্ষোভ
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও নেয়া হয়নি মেরামতের উদ্যোগ। এর ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
আরও পড়ুন: পিরোজপুর পৌরসভার রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদ
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, আমরা এরইমধ্যে বেইলি ব্রিজটির ভাঙা ও পানিতে ডুবে থাকা প্লেট ও পাতগুলো সরানোর কাজ করছি। তবে ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করছি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে।