ইন্টারের বিপক্ষে খেলার সময় মাঠেই লুটিয়ে পড়লেন ইতালিয়ান ফুটবলার

৩ সপ্তাহ আগে
ইতালিয়ান লিগ সিরি আ'তে রোববার (১ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল ফিওরেন্টিনা ও ইন্টার মিলান। ম্যাচের ১৬তম মিনিটেই এক অঘটন ঘটে। যার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই সময় খেলার মাঝেই ফিওরেন্টিনার এক ফুটবলার মাঠে লুটিয়ে পরে। সেখান থেকে সেই ফুটবলারকে হাসপাতালে নেয়া নয়।

ফিওরেন্টিনার ২২ বছর বয়সি ইতালিয়ান ফুটবলার এডোয়ার্ডো বোভে ইন্টারের বিপক্ষে ম্যাচে ১৬তম মিনিটে জুতার লেস ঠিক করার সময় মাঠে হঠাৎ লুটিয়ে পড়েন। মাঠে পড়ে যাওয়া পর দুই দলের ফুটবলাররা তার দিকে ছুটে যায়। রেফারি এবং তার সতীর্থরা দ্রুত ফিজিওদের মাঠে ডাকেন। মেডিকেল টিম দ্রুত মাঠে পৌঁছে বোভেকে ঘিরে চিকিৎসা শুরু করে, আর খেলোয়াড়রা মানবঢাল তৈরি করে তাকে ঘিরে রাখেন।


তবে অ্যাম্বুলেন্স মাঠে আসতে দেরি হওয়ায় খেলোয়াড় ও দর্শকরা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। শেষ পর্যন্ত বোভেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বোভেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Edoardo Bove collapses during Fiorentina-Inter - Yahoo Sportsফিওরেন্টিনার ২২ বছর বয়সি ইতালিয়ান ফুটবলার এডোয়ার্ডো বোভে।


আরও পড়ুন: ১০ জনের দল নিয়েই ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাব 


স্কাই ইতালিয়ার তথ্য অনুযায়ী, বোভে হাসপাতালে পৌঁছানোর সময় শ্বাস নিচ্ছিলেন, কিন্তু ছিলেন অচেতন। পরে জানা যায়, তার জ্ঞান ফিরেছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে, ফিওরেন্টিনা ও ইন্টারের খেলোয়াড়রা মানসিকভাবে খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। গাজেত্তা দেলো স্পোর্ট জানায়, উভয় দলের খেলোয়াড়দের অনেকেই চোখের পানি আটকে রাখতে পারেননি।


এই হৃদয়বিদারক ঘটনায় পুরো ফুটবল বিশ্বই শোকাহত। বোভের দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই।  


চলতি মৌসুমের শুরুতে রোমা থেকে ফিওরেন্টিনার ধারে খেলতে এসেছেন এডোয়ার্ডো বোভে। চলতি মৌসুমে ফিওরেন্টিনার হয়ে ১১ ম্যাচে একটি গোলও করেছেন তিনি।        

]]>
সম্পূর্ণ পড়ুন