শুক্রবার (২৭ জুন) বিকেলে আশুগঞ্জ উপজেলা তরুণদলের আয়োজনে ও তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এতদিন বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে শতশত মামলা দেয়া হয়েছে।’
রুমিন বলেন, ‘আমরা দিনে ঘরে থাকতে পারি নাই। এলাকায় থাকতে পারি নাই। বাবা মায়ের জানাজায় আসতে পারি নাই। হাতে হ্যান্ডকাপ-ডান্ডাবেড়ি পরিয়ে প্যারোলে মুক্তি নিয়ে বাবা-মায়ের জানাজায় আসতে হয়েছে। সে সময়ে আমাদের ব্যানার ধরার লোক খুঁজে পেতে কষ্ট হয়েছে। এখন সু-সময়ে বন্ধু কত হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। যখন দুঃসময় ছিল, আমি সংসদে শেখ হাসিনার মুখোমুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে ৩৫০ জন এমপির সামনে কথা বলেছি।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘আমি বিনীতভাবে বলি দুঃসময়ের পরে সু-সময় আসে। সু-সময়ের পরে কিন্তু আবার খারাপ সময় আসে। সুতরাং দুঃসময়ে আপনার পিছনে যে কর্মী ছিল, নেতা ছিল আপনারা তাদের ভুলে যাবেন না। নেতা ভুল করে, কর্মী কোনোদিন ভুল করে না। নেতারা আপস করে। কর্মীরা অপস করে না।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার
তিনি বলেন, ‘আমি আপনাদের কথা দিতে চাই, যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয়, আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি যদি এমপি নির্বাচিত হই, সরাইল-আশুগঞ্জ মা বোনদের জন্য আমি গ্যাসের সু-ব্যবস্থা করবো। আর সিলিন্ডারের কষ্ট করতে হবে না। গ্যাস এলে তো আমারও সুবিধা হয়। কয়েকদিন পর পর সিলিন্ডার বদলানো আমারও ভালো লাগে না। আমি যদি নিবাচিত হতে পারি, আমি সরাইল আশুগঞ্জের মা বোনদের গ্যাস উপহার দেব।’
নিজ দলের নেতার্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরাইল-আশুগঞ্জের রাস্তাঘাট খারাপ। আমি নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে আমি মডেল থানায় পরিণত করবো। ঘরে ঘরে চাকরি দেব, এই মিথ্যা কথা আমি বলব না। কিন্তু আমার যুবক ভাইদের নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব। তারা যেন তাদের নিজের আয় তারা করে নিতে পারে। সেই ব্যবস্থা আমি করে দেব।’
তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আমাদের দুর্দিন কিন্তু শেষ হয়ে যায় নাই। এখনও কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। আশা করি আমরা ফেব্রুয়ারিতে একটা নির্বাচিত সরকার পাব। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে।’
আরও পড়ুন: ফুল ছেঁড়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আগুন-ভাঙচুর, পুলিশসহ আহত ৩০
দূর্গাপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিম রানার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার, জেলা তরুণদলের সভাপতি আজিজুর রহমান হেলাল প্রমুখ।
]]>