ইনজাগির আল হিলালকে সমীহ করছেন রিয়াল কোচ

৩ সপ্তাহ আগে
সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়েই কোচ হিসেবে রিয়ালে নতুন অধ্যায় শুরু হচ্ছে শাবি আলোনসোর। অন্যদিকে, কঠিন প্রতিপক্ষ হলেও দলে নতুন ফুটবলার ও কোচ ভিড়িয়ে ভালোই প্রস্তুতি নিয়েছে আল হিলাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু বুধবার রাত ১টায়।

নতুন এক রিয়াল মাদ্রিদের দেখা মিলবে ক্লাব বিশ্বকাপে। যা দেখার জন্য নিশ্চয়-ই অধীর আগ্রহে অপেক্ষা ভক্তদের। ডিফেন্স লাইনে আলেক্সান্ডার আর্নল্ডের সঙ্গে ডিন হাসনের আর ডাগ আউটে শাবি আলনসো। সব মিলিয়ে তাদের অভিষেকই হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত বড় চমক।

 

তবে যুক্তরাষ্ট্রবাসীকে আক্ষেপে পুড়তে হবে কিলিয়ান এমবাপ্পের জন্য। শারীরিক অসুস্থতার জন্য আল হিলালের বিপক্ষে তার খেলার সম্ভাবনা শূন্যের কোটায়। এছাড়াও ইনজুরিতে আক্রান্ত এন্দরিক। তবে এসব নিয়ে না ভেবে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনার অপেক্ষায় লস ব্ল্যাঙ্কোসদের বস শাবি আলোনসো। সমীহ করছেন সিমোনে ইনজাগির আল হিলালকেও।

 

শাবি বলেন, ‘আল হিলাল দুর্দান্ত একটা দল। বেশ কিছু নতুন ফুটবলার ওরা সাইন করেছে সম্প্রতি, এছাড়া লোকাল কালেকশনও ভালো। তার চেয়েও বড় বিষয় ওদের ডাগ আউটে সিমোনে ইনজাগির মতো কোচ আছেন। সুতরাং ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। এমবাপ্পের বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ সে পুরোপুরি সুস্থ নয়।’

 

আরও পড়ুন: ‘বর্তমান অসাধারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনাময়’–আর্জেন্টাইন বিস্ময়বালকের প্রশংসায় শাবি

 

বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি রিয়াল, এটা মানলেও মনবল হারাচ্ছে না আল হিলাল। বরং ক্লাব বিশ্বকাপে রিয়াল ম্যাচের জন্য ওরা নিয়েছে জোর প্রস্তুতি। দলে ভিড়িয়েছে নতুন ফুটবলার। ইন্টার মিলানের ঘর খালি করে উড়িয়ে এনেছে সিমোনে ইনজাগিকে। সব মিলিয়ে সৌদি ক্লাবটিও আত্মবিশ্বাসে টইটম্বুর।

 

ম্যাচ নিয়ে ইনজাগি বলেন, ‘ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলব এটা নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। আমরা প্রস্তুতি নিয়েছি, তবে আরও কিছুদিন সময় পেলে ভালো হতো। তবে এটা আমি অজুহাত বানাতে চাই না। আমরা আমাদের নিজস্ব স্টাইলে খেলব। আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছি, এটা মাথায় নিয়েই খেলতে হবে আমাদের।’

 

আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপে খেলতে নেইমারকে প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের ক্লাব

 

এর আগে একবার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল। সেটাও আবার ক্লাব বিশ্বকাপের ফাইনালেই। ২০২৩'র সেই আসরে সৌদি ক্লাবকে ৫-৩ গোলে হারিয়ে ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল লস ব্ল্যাঙ্কোস। হারলেও প্রথম সৌদি ক্লাব হিসেবে ফাইনাল খেলা ছিল হিলালের অসাধারণ কৃতিত্ব।

]]>
সম্পূর্ণ পড়ুন