স্লেজের বদলে গন্ডোলা নিয়ে সান্টা ক্লজের পোশাকে লোকজন ভেনিসের গ্র্যান্ড ক্যানালে ভিড় করলে চারিদিকে ক্রিসমাসের আমেজ ছড়িয়ে পড়ে। রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪।
লাল পোশাক পরা সান্টারা এই বার্ষিক ক্রিসমাস রেগাটায় অংশ নেন।
এই উৎসবটিতে গন্ডোলা এবং 'মাসকারেতে' নামক ভেনিসের ঐতিহ্যবাহী নৌকাগুলি ক্রিসমাসের সজ্জায় সজ্জিত হয়।
'ভেনিস লাইটস আপ' ক্রিসমাস প্রোগ্রামের অংশ হিসেবে, এই অনুষ্ঠানটি ভেনিসকে ক্রিসমাসের এক সপ্তাহ আগে আনন্দ ও উত্তেজনায় ভরা এক উৎসবের শহরে রূপান্তরিত করে।