ইতালির কোচ হচ্ছেন গাত্তুসো!

৩ সপ্তাহ আগে
নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই আজ্জুরিদের নতুন কোচের নাম জানিয়ে দিলেন জানলুইজি বুফন। তিনি বলেন, ইতালির দায়িত্ব নিতে যাচ্ছেন তার এক সময়ের সতীর্থ জেন্নারো গাত্তুসো। একই খবর জানিয়েছেন বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। এমন শোচনীয় পরাজয়ের পর লুসিয়ানো স্পাল্লেত্তিকে ছাঁটাই করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এরপর ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইকে শনিবার (১৪ জুন) বুফন নিশ্চিত করেন, ইতালির নতুন কোচ হতে যাচ্ছেন গাত্তুসো। 

 

আরও পড়ুন: যেসব বড় দল ক্লাব বিশ্বকাপে নেই

 

তিনি বলেন, ‘আমরা কাজ সেরেছি, এখন বিস্তারিত সবকিছু চূড়ান্ত করার জন্য অপেক্ষা করছি। প্রেসিডেন্ট ও ফেডারেশনের সবাই গত কিছু দিন খুব ব্যস্ত সময় কাটিয়েছি। তবে আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্ত নিয়েছি।’   

 

এদিকে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘‘ইতালি জাতীয় দলের প্রধান কোচ হতে সম্মত হয়েছেন জেন্নারো গাত্তুসো।’

 

🚨🇮🇹 BREAKING: Gennaro Gattuso has agreed to become new Italy national team head coach.

Gattuso will replace Luciano Spalletti with immediate effect, agreement done. pic.twitter.com/BboQdULd8N

— Fabrizio Romano (@FabrizioRomano) June 14, 2025

 

দুই বছরের কম সময় দায়িত্বে থাকার পর চাকরি হারান স্পাল্লেত্তি। নরওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর নিজেই ছাঁটাইয়ের কথা জানান তিনি। মালদোভার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় হয়ে আছে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। 

 

আরও পড়ুন: ইরান-ইসরাইল যুদ্ধের কারণে তেহরানে আটকা ইন্টার মিলান স্ট্রাইকার

 

২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য গাত্তুসো ইতালির হয়ে খেলেছেন ৭৩ ম্যাচ। সবশেষ ক্রোয়েশিয়ার ক্লাব হাইডুক স্প্লিটের কোচ ছিলেন তিনি। দেশটির শীর্ষ লিগে দলটি তৃতীয় হওয়ার পর পারস্পরিক সমঝোতায় কোচের পদ থেকে সরে যান তিনি। 

 

বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচে এস্তোনিয়া ও ইসরাইলের বিপক্ষে মাঠে নামবে ইতালি। এই ম্যাচ দুটি দিয়েই হয়তো আজ্জুরিদের কোচ হিসেবে যাত্রা শুরু হবে গাত্তুসোর। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ম্যাচ দুটি।

]]>
সম্পূর্ণ পড়ুন