মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড এলাকা থেকে ওই অজগরটিকে উদ্ধার করা হয়। অজগরটি পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
তিনি জানান, দুপুরে শ্রীমঙ্গলের জেটি রোড এলাকার একটি শ্মশান ঘাটের মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন কিছু শ্রমিক। এ সময় মাঠের একপাশে ইটের দেয়ালের একটি অংশে কুণ্ডলি পাকিয়ে অজগরটি রোদ পোহাচ্ছিল। লোকজনের উপস্থিত আঁচ করে নড়াচড়া করতে গিয়ে শব্দ হতে থাকে। এতে শ্রমিকরা এগিয়ে গিয়ে বিশাল আকৃতির এ অজগরটি দেখে ভয়ে আঁতকে ওঠেন। শ্রমিকদের চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হতে থাকেন।
আরও পড়ুন: উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, লোকজন খবর দিয়ে কৌশলে অজগরটিকে উদ্ধার করা হয়। বিশাল আকৃতির এ অজগরটির ওজন প্রায় ২৫ কেজি আর লম্বায় প্রায় ১৪ ফুট।
সজল জানান, বন্যপ্রাণীর আবাসনস্থলগুলো ক্রমশ ধ্বংস হয়ে যাওয়ায় এরা একের পর এক খাদ্যের সন্ধানে লোকালয়ে বেড়িয়ে আসছে।
এ দিকে সোমবার দিবাগত রাতে শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকার খ্রিস্টান মিশনের একটি বাড়ির উঠান থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। একদিনে পৃথক স্থান থেকে দুটি অজগর উদ্ধার করা হয়।