রোববার (১৫ জুন) বিকেল ৫টায় ট্রেনটি ইসলামাবাদ স্টেশন থেকে ছেড়ে যায় বলে জানিয়েছেন ইসলামাবাদ স্টেশনের মাস্টার মোহাম্মদ কাইয়ুম।
তিনি বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌনে ১ টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ২৩ টি বগিতে ৮ শতাধিক যাত্রী ছিল।
আরও পড়ুন: ‘কক্সবাজার এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল, দুর্ভোগে ৮ শতাধিক পর্যটক
ইসলামাবাদ স্টেশনের মাস্টার মোহাম্মদ কাইয়ুম বলেন, কক্সবাজার স্টেশনে কোন ধরনের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। পরে একটি নতুন ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনে পৌছায় বিকেল ৪টার পর। পরে নতুন ইঞ্জিন লাগিয়ে বিকেল ৫টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ইসলামবাদ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।