নিহতরা হলেন: নাটোরের মুকিমপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২৫) ও তাদের মেয়ে আনিকা (৩)।
স্থানীয়রা জানান, নাওজোর থেকে চৌরাস্তার দিকে যাওয়ার সময় অটোরিকশাটির পিছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু অনিকা আক্তারের মৃত্যু হয়। পথচারীরা ওই শিশুটির মা আঁখি আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনসহ তিনজনকে গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
পরে ওই হাসপাতালে মা আঁখি আক্তারও মৃত্যুবরণ করেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান সময় সংবাদকে বলেন, ‘দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এরইমধ্যে মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। তবে কার দোষে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। নিহত অনিকা আক্তার এবং আঁখি আক্তারের মরদেহ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’