ইউরোর পাঁচদিন আগে হাসপাতালে ভর্তি দুইবারের ব্যালন ডি’অরজয়ী

৪ দিন আগে
মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর বাকি সপ্তাহেরও কম সময়। আর এমন সময়ে কি–না হাসপাতালে ভর্তি হতে হলো আইতানা বোনমাতিকে।

আগামী ২ জুলাই থেকে সুইডেনে শুরু হতে যাচ্ছে নারীদের ইউরো। আর তার ঠিক আগেই ভাইরাল মেনিনজাইটিসে (মস্তিস্কের   আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। তার আগে দুইবারের ব্যালন ডি'অরজয়ী তারকার অসুস্থতা বড় ধাক্কা হয়ে এলো স্পেনের জন্য।


স্পেনের কোচ মন্তসে তোম এখনও নিশ্চিত নয় ঠিক কবে নাগাদ বোনমাতি সুস্থ হয়ে উঠবেন। তোম বলেন, 'চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল। মেনিনজাইটিস নিয়ে কথা বলতেই ভয় হয়, তবে এটা নিরাময়যোগ্য। আইতানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার ফিরতে কতদিন লাগবে তার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।'


আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের সমালোচনা করে রাফিনিয়া–ছুটি পাওয়া খেলোয়াড়দের অধিকার


স্পেনের জার্সিতে ৭৮ ম্যাচে ৩০ গোল করেছেন বোনমাতি। ২০২৩ সালে স্পেনের বিশ্বকাপ জয় ও ২০২৪ সালে উয়েফা নেশন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত বোনমাতি ইউরোয় খেলতে না পারলে তা ফেবারিট স্পেনের জন্য বড় ধাক্কা হবে। বার্সেলোনার হয়ে খেলা বোনমাতি ২০২৩ ও ২০২৪ সালে ব্যালন ডি'অর জেতেন।


পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচের পর গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে বেলজিয়াম ও ইতালির বিপক্ষে খেলবে স্পেন। 
 
 

]]>
সম্পূর্ণ পড়ুন