সূত্রটি জানায়, মন্ত্রীরা প্রথমে জেনেভায় জার্মানির স্থায়ী মিশনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাসের সাথে দেখা করবেন। তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি যৌথ বৈঠক করবেন।
গত সপ্তাহে ইসরাইল তার চিরশত্রু ইরানে বিস্তৃত সামরিক হামলা শুরু করার পর এবং ইরান ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কার মধ্যে ইউরোপীয় এই উদ্যোগটি নেয়া হলো।
আরও পড়ুন:ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ফের হামলা চালালো ইসরাইল
এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরাইলের সাথে এই সামরিক অভিযানে যোগ দেবে কিনা তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জার্মান সূত্রটি জানিয়েছে, ইরান এবং ইউরোপীয়দের মধ্যে এই আলোচনার লক্ষ্য, ইরানি পক্ষকে দৃঢ়ভাবে রাজি করানো যে, তারা তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে।
এই আলোচনাটি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানা গেছে।
আলোচনার পর বিশেষজ্ঞ পর্যায়ে একটি কাঠামোগত সংলাপ অনুষ্ঠিত হবে বলেও সূত্রটি জানিয়েছে।
ইসরাইল বলেছে, তাদের লক্ষ্য হলো তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করা। তবে অনেক দিন থেকেই ইরান অস্বীকার করে, তাদের পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে।
আরও পড়ুন:ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক শক্তিচালিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী!
]]>