সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রুবেন আমোরিমের দল ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে তিন ম্যাচ শেষে একটি করে জয়, হার ও ড্র করেছে ক্লাবটি। টেবিলে তাদের অবস্থান ৯ নম্বরে। গ্রীষ্মকালীন দলবদলের শুরুতেই বেশকিছু ফুটবলার দলে ভিড়িয়ে আলোড়ন তৈরি করেছিলেন আমোরিম। তবে সেই ফুটবলাররা প্রত্যাশিত ফল না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ফলে দলবদলের শেষ দিনে আমোরিমের টার্গেট ছিল কিছু ফুটবলার ছেড়ে দিয়ে, নতুন কিছু ফুটবলার দলে নিতে। তার টার্গেট কিছুটা পূরণ হয়েছে। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ইউনাইটেড ছেড়েছেন অ্যান্টনি, সাঞ্চো, হইলুন্দের মতো ফুটবলাররা। তবে শেষ দিনে শুধু একজন গোলকিপারকে দলে টানতে পেরেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
আরও পড়ুন: ৬২ দিন আর ৩ ম্যাচেই লেভারকুসেনের চাকরি হারালেন টেন হ্যাগ
বেলজিয়ামের ক্লাব রয়্যাল এন্টওয়ার্প থেকে গোলকিপার সেনে ল্যামেন্সকে দলে নিয়েছে ম্যানইউ। ২৩ বছর বয়সি এই গোলকিপারকে কিনতে ইউনাইটেড খরচ করেছে ২১ মিলিয়ন ইউরো।

এদিকে গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ধারে গিয়ে দারুণ পারফর্ম করেছিলেন অ্যান্টনি। এরপর সেই ক্লাবে যোগ দিতে ইউনাইটেডকে চাপ দেন ব্রাজিলিয়ান এই তারকা। অবশেষে সেই রিয়াল বেতিসেই যোগ দিয়েছেন ২৫ বছর বয়সি এই উইঙ্গার। রিয়াল বেতিসে এবার ধারে নয়, পাকাপোক্তভাবেই যোগ দিলেন ২০২২ সালে ইউনাইটেডে যোগ দেয়া অ্যান্টনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন জেডন সাঞ্চো ও রাসমুস হইলুন্দও। সাঞ্চো অ্যাস্টন ভিলায় এবং হইলুন্দ ইতালিয়ান ক্লাব নাপোলিতে ধারে যোগ দিয়েছেন।