নতুন মৌসুমে ইউনাইটেডের পরিকল্পনা থেকে যে কজন ফুটবলার বাদ পড়েছেন, তাদের একজন গার্নাচো। গত মৌসুমের পর তাকে আর মাঠে নামাননি কোচ রুবেন আমোরিম। প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অনুশীলন করতে হয়েছে আলাদাভাবে।
এ গ্রীষ্মের দলবদলেই গার্নাচোকে ক্লাব ছাড়ার বার্তা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে বায়ার্ন মিউনিখ থেকে প্রস্তাবও এসেছিল। তবে গার্নাচো শর্ত দিয়েছেন, কেবল চেলসির জন্যেই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারেন তিনি।
আরও পড়ুন: কারাবো কাপ থেকে ম্যান ইউনাইটেডকে বিদায় করল ‘চতুর্থ সারি’র ক্লাব
চেলসি অবশ্য গত জানুয়ারিতেই গার্নাচোকে দলে ভেড়ানোর আগ্রহ জানিয়েছিল। তবে সে সময় চুক্তি বাস্তবায়ন হয়নি। এ দলবদলেও ২১ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে দ্য ব্লুজ। তবে ইএসপিএন বলছে, অর্থ নিয়ে বনিবনা না হওয়ায় এখনো চুক্তিটি আলোর মুখ দেখছে না। চেলসি যেখানে গার্নাচোর জন্য ৩০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত, সেখানে ইউনাইটেড ৫০ মিলিয়ন পাউন্ড দাবি করছে। মূলত উয়েফা নিষেধাজ্ঞায় পড়তে চায় না বলে, আগ্রহ থাকলেও গার্নাচোর পেছনে এখন মোটা অঙ্কের অর্থও খরচ করতে চায় না চেলসি।
দুই পক্ষের মধ্যে এখনো আলোচনা চলমান বলে জানিয়েছে ইএসপিএন। ধারণা করা হচ্ছে, চেলসির প্রস্তাব শেষ পর্যন্ত ৩৫ থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে গিয়ে ঠেকতে পারে। আগামী সোমবারের মধ্যে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
আরও পড়ুন: ইউনাইটেড ছাড়ছেন ব্রুনো, গন্তব্য মেসি না–কি রোনালদোর লিগ?
২০২০ সালে ইউনাইটেডের একাডেমিতে যোগ দেওয়ার দুই বছর পর মূল দলে অভিষেক হয় গার্নাচোর। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১৪৪ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন তিনি।
]]>