ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮ জন, আহত কয়েক ডজন

২ দিন আগে
ইউক্রেনের উত্তরাঞ্চলে সুমি এলাকায় একটি নয়তলা ভবনে আঘাত হানে রুশ রকেট। প্রাথমিক প্রতিবেদন বলছে, এই হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। রবিবার বিকাল, ১৭ নভেম্বর। স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে থাকা এই এলাকা থেকে ৪০০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং জরুরী সেবা কর্মীরা আবাসনগুলির ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে দরজায় দরজায় যাচ্ছেন। এই হামলা চালানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অনেকটা ভিতরে আঘাত হানতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমোদন দেয়ার খবর প্রকাশ হওয়ার পরই; এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও আরও তিন ব্যক্তির বক্তব্য অনুযায়ী, দূরপাল্লার অস্ত্রের উপর থেকে ওয়াশিংটন তাদের বিধিনিষেধ নমনীয় করেছে এমন সময়ে যখন রাশিয়া তাদের যুদ্ধকে আরও জোরালো করতে হাজার হাজার উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করেছে। (এপি) রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে। আরও পড়ুন: https://www.voabangla.com/a/7868002.html বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।
সম্পূর্ণ পড়ুন