ইউক্রেনে রাতভর হামলা, চার শতাধিক ড্রোন ছুড়ল রাশিয়া

৪ সপ্তাহ আগে
চার শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের ক্রিভি রিহ, ভিনিৎসিয়া, ওডেসা ও খারকিভ। এসব হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। জবাবে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ জুলাই) রাতভর রাশিয়া ৪০০টি ড্রোনের পাশাপাশি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ, পশ্চিমে ভিনিৎসিয়া এবং দক্ষিণে ওডেসাকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়।

 

প্রতিবেদন মতে, হামলায় পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের ডোব্রোপিলিয়ায় একটি শপিং সেন্টার ও বাজারে বড় ধরণের বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে দুইজন নিহত ও আরও ২২ জন আহত হন। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন দোনেৎস্ক গভর্নর ভাদিম ফিলাশকিন।

 

ফিলাশকিন জানান, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে ৫০০ কেজি (১,১০০ পাউন্ড) ওজনের একটি বোমা একটি ভবনে আঘাত হানে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রভাব পড়েছে আশেপাশেও। অন্তত আটটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং আটটি গাড়ি ধ্বংস হয়ে গেছে।

 

আরও পড়ুন: রয়টার্সের প্রতিবেদন / ট্রাম্পের হুমকিতে বিচলিত নন পুতিন, আরও অঞ্চল দখলে নিতে চান

 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ভয়াবহ, নির্বোধ রুশ সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার এই ড্রোন হামলার জবাবে পাল্টা ড্রোন হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। হামলায় রাশিয়ার ভোরোনেজ ও বেলগোরোদসহ কয়েকটি শহরে অন্তত ২৯ জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই তারা অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

 

এদিকে কূটনীতির মঞ্চেও চলছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র একদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তার ঘোষণা দিলেও ট্রাম্প সতর্ক করেছেন মস্কোয় যেন আক্রমণ না করা হয়। এমন পরিস্থিতিতে ইউক্রেন বলছে, তারা শান্তি আলোচনায় প্রস্তুত, কেবল রাশিয়ার সবুজ সংকেতের অপেক্ষা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শান্তি আলোচনার জন্য প্রস্তুত কিয়েভ। যেকোনো জায়গায় আলোচনায় বসতে রাজি ইউক্রেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন