ইউক্রেনকে আরও ৪০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাষ্ট্র

৪ সপ্তাহ আগে
ইউক্রেন সফরে গিয়ে যুদ্ধাস্ত্রসহ ৪০ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দু’সপ্তাহ আগে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করে এ ঘোষণা দিলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানাতে সোমবার (২১ অক্টোবর) কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বাইডেন প্রশাসনের পেন্টাগন প্রধান হিসেবে এটি ইউক্রেনে তার চতুর্থ এবং শেষ সফর হতে পারে।

 

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে দেশটির জন্য অতিরিক্ত অস্ত্র, সাজোয়া যান ও এন্টি ট্যাঙ্কসহ ৪০ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দেন তিনি।

 

আরও পড়ুন: ইউক্রেনকে আবারও বিশাল সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

 

এদিকে, তিন বছর হতে চললেও থেমে নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। স্থানীয় সময় সোমবার সকালে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টিরও বেশি ঘরবাড়ি।

 

এর আগে রাজধানী কিয়েভে ১১৬টি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এরমধ্যে ৫৯টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা।

 

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষের দিকে: জেলেনস্কি

 

অন্যদিকে, রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে পাঠানোর অভিযোগে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে রাশিয়া থেকে উত্তর কোরিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়। তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি মস্কো।

]]>
সম্পূর্ণ পড়ুন