ইউএনওর সঙ্গে বিএনপি নেতাদের কথোপকথনের অডিও ভাইরাল

৩ ঘন্টা আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত একটি স্মরণসভায় আমন্ত্রণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কৈফিয়ত চাইতে গিয়েছিলেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা। এ সময় ইউএনও ও বিএনপির নেতাদের কথোপকথনের ৩ মিনিট ৪২ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।


গত সোমবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুমকে (ইউএনও) তার অফিস কক্ষে পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন করিবসহ স্থানীয় বিএনপি নেতারা কৈফিয়ত চাইতে গিয়ে ওই কথাগুলো বলেন। এরপরই ওই অডিওটি ফাঁস হয়।


ওই অডিওতে বিএনপি নেতাদের বলতে শোনা যায়, আপনি এখনও আওয়ামী লীগের লোকদের নিয়ে প্রোগ্রাম করেন, আমরা কোনো কাগজ পাঠালে সই করেন না, আপনি আমাদের কোনো প্রোগ্রামে দাওয়াত দেন না, এর পরে উপজেলার প্রতিটি প্রোগ্রামে আমাদের লোক রাখার ব্যবস্থা করবেন, আমরা আপনাকে বিব্রত করার জন্য আপনার অফিসে আসিনি, আমরা আমাদের দাবির কথা বলে গেলাম।


আরও পড়ুন: এএসআই আলতাফের ঘুষের দর-কষাকষির অডিও ভাইরাল


এ বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন করিব জানান, গত সোমবার ৫ আগস্টের শহীদের পরিবারদের নিয়ে একটি প্রোগ্রাম ছিল উপজেলা প্রশাসনের। সে অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকর্মীকে ইউএনও আমন্ত্রণ করেননি। তিনি উপজেলার গত ৫ আগস্টের পর থেকে যারা এ বিপ্লবের বিরোধিতা করছে তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন। এ বিষয়ে আমরা পৌর বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে কথা বলার জন্য সোমবার সন্ধ্যার পরে তার অফিসে গিয়েছিলাম যেন পরবর্তীতে আমাদের দাওয়াত দেয়া হয়।


মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম জানান, তারা সরকার পতনের পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আবদার করে আসছেন। গত সোমবার বিপ্লবে শহীদদের পরিবারদের সঙ্গে সরকারিভাবে ছাত্রদের নিয়ে একটি প্রোগ্রাম ছিল। সেখানে বিএনপিকে দাওয়াত দেয়া হয়নি। এ কারণে তারা সন্ধ্যার পরে আমার অফিসে আসেন তারা এবং কেন এ প্রোগ্রামে তাদের বলা হয়নি কৈফিয়ত চান। এজন্য বিভিন্ন সময়ের বিভিন্ন আবদারের কথা বলাতে থাকেন। আমরা বর্তমানে এ ধরনের পরিস্থিতির জন্য অভ্যস্ত হয়ে গেছি। তবে এ অডিও কীভাবে ভাইরাল হলো তা আমি ঠিক বলতে পারছি না।

]]>
সম্পূর্ণ পড়ুন