ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা লারকিন্স মারা গেছেন

১ সপ্তাহে আগে
মারা গেছেন আশি–নব্বইয়ের দশকের ইংল্যান্ডের টপঅর্ডার ব্যাটার ওয়েন লারকিন্স। কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

লারকিন্স ইংল্যান্ডের হয়ে ১৯৭৯ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসের ওই ম্যাচে ৭ নম্বরে নেমে গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। ইংল্যান্ড ম্যাচটি হেরে যায় ৯২ রানের ব্যবধানে, ওয়েস্ট ইন্ডিজ ঘরে তুলে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।


লর্ডসের ফাইনালটি ছিল লারকিন্সের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। শুরুর দিকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেললেও ধীরে ধীরে উপরের দিকে স্থান করে নেন তিনি। ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই খেলেছেন ওপেনার হিসেবে। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে মোট ২৫টি ম্যাচ খেলে তিনি করেন ৫৯১ রান। প্রথম শ্রেণির ক্রিকেট ২৭ হাজার ১৪২ ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩ হাজার ৫৯৪ রান রয়েছে তার।


আরও পড়ুন: হ্যাজেলউডের তোপে বিধ্বস্ত ‍উইন্ডিজ, তিন দিনেই টেস্ট জিতল অস্ট্রেলিয়া


ক্লাব পর্যায়ে লারকিন্স ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন নর্দাম্পটনশায়ারের হয়ে। এই ক্লাবটি তার মৃত্যুতে বার্তা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘তর্ক ছাড়াই তিনি তার প্রজন্মের সবচেয়ে রোমাঞ্চকর এবং স্বভাবতই মেধাবী টপঅর্ডার ব্যাটারদের একজন, নতুন বলে কাউকে ভয় পেতেন না। সেরাদের ওপরও মারাত্মক আক্রমণাত্মক হতে পারতেন।’


লারকিন্সের স্ত্রী ডেবি বলেন, ‘নেড যাদের সাথে দেখা করতেন তাদের সবাইকে ভালোবাসতেন এবং সবাই তাকেও ভালোবাসতেন। মানুষ তার প্রভাব বিস্তারকারী শক্তির প্রতি আকৃষ্ট হত। প্রত্যেকটি কক্ষও ও আলোকিত করত, চাইত না কখনও পার্টি শেষ হয়ে যাক। তিনি প্রতিটি ঘর আলোকিত করতেন এবং কখনও চাইত না যে পার্টি শেষ হোক। আমরা তাকে চিরকাল হৃদয়ে ধারণ করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন