ইংল্যান্ডের ব্যাটিং ধসের মূলে ছিলেন মাইকেল নেসার এবং লোকাল বয় স্কট বোল্যান্ড। এই দুইজন মিলে নিয়েছেন ইংল্যান্ডের ৭ উইকেট। যেখানে নেসার ৪টি এবং বোল্যান্ড তিনটি উইকেট পান। এছাড়াও, মিচেল স্টার্ক দুইটি এবং ইংল্যান্ডের শেষ উইকেটটি তুলে নেন গ্রিন।
এদিকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ইংলিশ এই ব্যাটার ৪১ রানের ইনিংস খেলেন। এছাড়াও গাস অ্যাটকিনসন ২৮ এবং বেন স্টোকসের ব্যাট থেকে এসেছে ১৬ রান।
আরও পড়ুন: টংয়ের বোলিং তোপে দুই সেশনও টিকতে পারল না অস্ট্রেলিয়া
এর আগে জশ টংয়ের বোলিং তোপে ১৫২-তে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। টং পান ৫ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ রান আসে নেসারের ব্যাট থেকে।
এদিকে আজ মেলবোর্নে ৯৪,১৯৯ জন দর্শক উপস্থিত হয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা দেখতে, যা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড।

৩ সপ্তাহ আগে
১০








Bengali (BD) ·
English (US) ·