ইংল্যান্ড-ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন যারা

৩ সপ্তাহ আগে
এই মাস থেকেই শুরু হচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ। ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট। ভারতের লম্বা সফর শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে।

এই সিরিজের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। মোট ৫ ভাষায় ধারাভাষ্য হবে। এর মধ্যে আছে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষা। ইংরেজিতে ধারাভাষ্য দেবেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী, নবজিৎ সিং সিধু, দিনেশ কার্তিক, অনিল কুম্বলে, সঞ্জয় মাঞ্জরেকার, অভিনব মুকুন্দ ও ইংল্যান্ডের নাসের হুসেইন, মাইকেল আথারটন ও স্টুয়ার্ট ব্রড।


নবজিৎ ও কুম্বলে, মাঞ্জরেকার ও হিন্দিতেও ধারাভাষ্য দেবেন। তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের নাম কোথাও নেই।


ইংলিশ ধারাভাষ্য: রবি শাস্ত্রী, নভোজৎ সিং সিধু, দীনেশ কার্তিক, অনিল কুম্বলে, নাসের হুসেইন, মাইকেল আথারটন, স্টুয়ার্ট ব্রড, সঞ্জয় মাঞ্জরেকার এবং অভিনব মুকুন্দ।


আরও পড়ুন: চোকার্স তকমা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়


হিন্দি ধারাভাষ্য: নভোজৎ সিং সিধু, অনিল কুম্বলে, সঞ্জয় মাঞ্জরেকার, পার্থিভ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, ভারুন অরুন, দীপ দাশ গুপ্তা, অনন্ত তিয়াগী এবং পাদামজিৎ শেহরাওয়াত।


তামিল ধারাভাষ্য: অভিনব মুকুন্দ, এস বাদ্রিনাথ, রমেশ, অনিরুধা শ্রীকান্ত, মাহেশ, আর শ্রীধর, ন্যানি এবং মুথু।


তেলেগু ধারাভাষ্য: এমএসকে প্রসাদ, হানুমা বিহারি, আর শ্রীধর, টি সুমান, আশিষ রেড্ডি, কল্যাণ এবং এনসি কৌশিক।


কন্নর ধারাভাষ্য: বিজয় ভরদ্বাজ, সুনীল যোশী, বিনয় কুমার, শ্রীনিবাস মুর্থী, পবন দেশপাণ্ডে, অখিল বালাচন্দ্র, ভরত চিপলি।

]]>
সম্পূর্ণ পড়ুন