এই মুহূর্তে দলবদলের বাজারের হট কেক। শুধু বর্তমান পারফম্যান্সই নয়, বয়স মোটে ২২, তাই ভবিষ্যৎ পরিকল্পনাতেও। তাইতো ফ্লোরিয়ান উইৎজকে নিয়ে কতই না দঁড়ি টানাটানি।
সুযোগ বুঝেই উইৎজকে দাম পাকাপকি করে রাখে বায়ার লেভারকুসেন। সাফ জানায় কেবলমাত্র ১২৭ মিলিয়ন পাউন্ডের আশেপাশেই হলে তাকে ছাড়বে তারা। লিভারপুলও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত দুই পক্ষের হয়েছে সমঝোতা। চুক্তিটা ১১৬.৫ মিলিয়ন পাউন্ডের। যাতে ভেঙেছে ইংলিশ দলবলের সব রেকর্ড।
উসমান ডেম্বেলেকে টপকে ফ্লোরিয়ান উইৎজই এখন বুন্দেসলিগার সবচাইতে দামি ফুটবলার। দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড থেকে রিয়ালে যাওয়া বেলিংহ্যাম। উইৎজ লিভারপুলের ইতিহাসের সবচাইতে দামি খেলোয়াড়ও বটে। এর আগে ছিলেন ৮৫ মিলিয়ন ইউরোতে কেনা ডারউইন নুনেজ। শুধু অলরেড নয়, গোটা প্রিমিয়ার লিগেরও সবইতে দামি ফুটবলার হতে যাচ্ছেন উইৎজ। ভাঙছেন চেলসির ময়েস কেইনের রেকর্ড।
আরও পড়ুন: ইংলিশ হয়েও স্প্যানিশে পুরো বক্তব্য দিয়ে চমকে দিলেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড
বড় দানটা মেরেছে রিয়াল মাদ্রিদ। ৪৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে তারা দলে ভিড়িয়েছে বর্তমান সময়ের আলোচিত আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাতানতুয়োনোকে। যিনি লিভারপুলের ইতিহাসের সবচাইতে কমবয়সী স্কোরার। ইতোমধ্যে যার অভিষেক হয়েছে অ্যালবিসেলেস্তে জার্সিতে। ফ্রাঙ্কোর সঙ্গে আপাতত ৬ বছরের চুক্তি রিয়াল মাদ্রিদের। যেখানে রাখা হয়েছে মেয়াদ বাড়ানোর অপশন।
তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ ছাপিয়ে বড় চমকের ইঙ্গিত টার্কিশ ক্লাব গ্যালাতাসারাই-য়ের। দলবদলের বাজারে ক্লাবগুলোর ঘুম হারাম করে দিচ্ছে তারা। পাকাপাকি চুক্তি করছে মাউরো ইকার্দি আর ভিক্টর ওসিমেনের সঙ্গেও। এবার চমক বায়ার্ন তারকা লেরয় সানেকে ভিড়িয়ে। দৃষ্টি রাখছে আরও একঝাক তারকায়।
আরও পড়ুন: ৬৩২ কোটি টাকায় রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার বিস্ময়বালক
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুসারে তুরস্কের এই ক্লাবটি চায় বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্তিনেজকে। দৃষ্টি আছে টের স্টেগানের দিকেও। এমনকি গ্রানিথ জাকা, ইকাই গুনদোয়ান, বানার্দো সিলভা; সবার ট্রান্সফারের ব্যাপারেও নাকি ঐক্যমতে গ্যালাতাসারাই। সবমিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর সঙ্গে টেক্কা দিতে চায় টার্কিশ চ্যাম্পিয়নরা।
]]>